বাংলাদেশের সাথে মোদের রক্ত নারীর টান,
বাংলাদেশের বাতাস মোদের সুখ-দুখের গান।
বাংলাদেশের সবুজ,শ্যামল রয়েছে অবিরাম,
সোনায় লেখা,রুপায় লেখা বাংলাদেশের নাম।
বাংলাদেশ আমার বাংলাদেশ।


বিশ্ববাসী বলো শুনি দেখেছ কত সোনা,
আমার বাংলাদেশের ধুলি সোনা,রুপার কণা।
কেউ জানো কি এ মাটির বুকে কত ফসল হয়,
যুগ যুগ ধরে কত জাতি হয়েছে বিষ্ময়।
এই মাটিকে মুক্ত করতে,
কত যুগ গেলো লড়াই করতে।
রক্ত দিয়ে জীবন দিয়ে
দিয়েছি তার দাম,
বাংলাদেশ আমার বাংলাদেশ।


অন্যতম জ্ঞানী-গুণী এই দেশে জন্মেছে,
দিকে দিকে প্রতিভার স্বাক্ষর রেখেছে।
এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে জাতি,
সেই স্বপ্ন চোখে নিয়ে খাটুনি দিন-রাতি।
ফুটবে হাসি সবার মুখে,
থাকবে সবাই শান্তি-সুখে।
আগামীর চিন্তা করে
ঝরায় দেহের ঘাম,
বাংলাদেশ আমার বাংলাদেশ।