ভুল করেছিস ভুল করেছিস
বলে শিশুর মাথা,
নিজের জ্ঞানে নষ্ট করি
অনেক পিতা মাতা।
শিশুরা ভুল করবে না তো
বড়রা ভুল করবে,
ভুল না করে কিভাবে সে
শুদ্ধ পথ ধরবে?
ভুল করতে করতে শিশু
ক্লান্ত হয়ে যাবে,
অবশেষে ভুলের মাঝেই
সমাধান পাবে।
একই ভুল করবে না সে
ভুল করেও আবার,
ভুল করার সুযোগের সে
সঠিক দাবিদার।
ভুলের মাঝে শিখবে শিশু
ভুলের মাঝেই জানবে,
ভুলের গর্ভ থেকেই সে
সঠিক ফল আনবে।
যে শিশুটি করল না ভুল
মনে হয় সব পারবে,
বুঝবে তার জ্ঞানান্বেষণ
হঠাৎ থমকে যাবে।
আবার তাকে ভুল করার
সুযোগ দিতে হয়,
তবেই ঠিক সমাধার সাথে
হবে পরিচয়।
লেখায় পড়ায় শিশুদের
হাজার ভুল রবে,
ধৈর্য্য ধরে উৎসাহ আর
সাহস দিতে হবে।
ভুল করাটাও খেলার মতই
শিশুকেই মানায়,
একদিন তার জ্ঞানের সাগর
ভরবে কানায় কানায়।
১১-০৩-২০২১ইং