কবিতার ভেতরের শব্দ সিঁড়ি ভেঙে ভেঙে
নিঃশব্দে উঠেছিলাম ভাবের চিলেকোঠায় ;
সেখানে শব্দ নেই, আছে শুধু অনুভব
অনুচ্চারিত,অলিখিত, ভাবনার বিস্তারও।


সেই চিলেকোঠা ছুঁয়েছে মগ্ন গগন
আমি চিন্তার চিল হয়ে উড়ছি অবিরাম
তুচ্ছ হয়ে যাওয়া জাগতিক যন্ত্রণা এখান থেকে
আরো ক্ষুদ্রকায় লাগে....
কবিতার কল্পনা অদৃশ্য এক পারিজাত হয়ে
সুরভিত করছে মন....
সময়ের নির্মমতায় স্বল্পায়ু এই সুখ ছেড়ে
নামতেই হয় অবশেষে জটিল জীবনের জমিনে।
চকিতে উর্ধ্বনেত্রে চাই অলীকের সন্ধানেই যেন
প্রায় অপসৃয়মান মেঘের মতোই জমাট ভাবনা
গোচরীভূত হয়....
জানি, বিস্মরণের ধূসরতায় হারাবে না তা
আরো জানি, আকস্মিক বারিধারা হয়ে অজান্তে ঝরবে এরা....
খরাপীড়িত মনোভূমিকে সিক্ত সজীব করতে
অবচেতনের কোনো এক আগামীতে।