তাপের সাথে আলোর আছে
অবিচ্ছেদ্য সম্পর্ক--
তেমনই পানির মাঝেই থাকে
প্রাণের অস্তিত্ব।


তোমার তাপেই আমি আলো
তোমার সমর্থনের জলেই কবিতা পায় প্রাণ ।


আমার অনুভূতিরা শব্দ হয়ে ছড়িয়েছে কবিতায়
তুমি তাকে হৃদয়ঙ্গম করতে চেয়েছো কুড়িয়ে নিয়ে;
বিশ্বাস করো, কবিতারা মরে যায় তাপ না পেয়ে
কবিতার প্রাণ সংশয়  হয় পাঠক পানি না দিলে ।


তুমি যখন হাঁটছ কবিতার সড়কটি ধরে
শব্দেরা নিঃশব্দে দাঁড়িয়ে  তোমাকে যেন জানাচ্ছে অভিবাদন।
অন্ধকার ভেদ করে আসছে আলো
জল সিঞ্চনে প্রাণ সঞ্চারিত হচ্ছে কবিতায়।


বাঁচিয়ে দিয়েছো তুমিই কবিতার প্রাণ
পাঠক তোমাকে অভিনন্দন ।