স্তম্ভিত বিস্ময়ে জার্মান হলটিতে আগত দর্শক-স্রোতা
তাকিয়ে আছে  অসম্ভব প্রতিভাধর সঙ্গীত সত্তা
ছোট্ট বালকটির দিকে--
প্রখ্যাত জার্মান কবি গ্যাটেও আছেন দর্শক সাড়িতে
অনুষ্ঠান শেষে সবার মনে একটি নাম গেথে গেলো সারা জীবনের জন্যে
উলফগ্যাং আমাদিউস মোৎসার্ট --


অনন্য সুর-পিপাসু ছেলেটি চার বছরেই পিয়ানোর ওস্তাদ
মাত্র পাঁচ বছর বয়সেই ভায়োলিনে সুর সৃষ্টি তার কাছে ছেলেখেলা যেন
অক্ষর সাজিয়ে বাক্য লেখার আগে সে সক্ষম সংগীতের জটিল নোট লিখতে
তীব্র গতিতে তার আঙ্গুল ছোটে পিয়ানোর কি-গুলোতে
সুরের ঝড় ওঠে পুরো হল জুড়ে --
নির্বাক ,অপলক দর্শক স্রোতা এক কিংবদন্তির খেয়ালে গড়া সুরে মূর্ছিত-
আংগুলের সাথে মস্তিষ্কের এমন সমন্বয় পৃথিবী দেখেনি আগে।


এবার --
বালক মোৎসার্ট এসেছে অস্ট্রীয়ার রাজদরবারে সুরের যাদু ছড়াতে
দর্শকের চেয়ে তার উল্লাসই যেন বেশী--
হঠাৎ পিচ্ছিল ফ্লোরে পিছলে পড়ে বিপাকে সে -
অনিন্দ্য সুন্দরী এক কিশোরী সহাস্যে হাত বাড়ালো তুলতে তাকে
বিড়ম্বনার ভূমিশয্যা থেকে।
বিমুগ্ধ বালক জানলো নাম তার -মেরী আতোয়ানেত।
কৃতজ্ঞতার পরশে আমাদিউস সেদিন তাকে বলেছিলো --
“ আমরা বড় হলে, তুমি বধূ হবে আমার । “

বড় হয়েছিলো আতোয়ানেত--
অস্ট্রিয়া থেকে বধূ হয়ে গিয়েছিলো সে ফ্রান্সের রাজার
সম্রাজ্ঞী মেরী আতোয়ানেতকে আজ সবাই চেনে-
তার অনেক আগেই আমাদের আমাদিউস যে চলে গেছে না ফেরার দেশে।


হায় ! আমাদিউস
বড় হয়ে খুব বেশী দিন বাঁচা তার ভাগ্যে ছিলো না
একদম তরুণ বয়সের তরতাজা শরীরটা তার ক্ষয় রোগেই ক্ষয়ে গেলো --অকালে
অকল্পনীয় সুরের ইন্দ্রজালে জড়িয়ে রেখে সবাইকে
আজ সে ইতিহাস হয়ে গেছে---
সকল বঞ্চণাকে উপেক্ষা করে হেসে গেছে তার সুর
সব জড়া -ব্যাধীকে ভুলে ডুবে ছিলো সে অমর সৃষ্টিতে
তবুও অকস্মাৎ নেমে এলো মৃত্যুর কালো চাদর জীবনের আলো ঢেকে
চলে গেলেন অপার আমোদ বিলিয়ে আমাদিউস--
এক সুরের সাগর গড়ে--
যার ঢেউ আজো আছড়ে পড়ে প্রবল প্রেরণার ধ্বণি হয়ে
কাল থেকে কালে এই পৃথিবীর বিমুগ্ধ মানুষের মনে ।


[ The most universal genius of music the world  has ever known, Wolfgang Amadeus Mozart, was born with absolute pitch, in fallible rhythm and natural comprehension of harmony.He had come into this world with an  inexplicably complete gift .
In Mozart’s time people found some of his music ‘too modern, too advanced.” But to our ears  a Mozart piece, heard for the first time, sounds as though we had known and loved it all our lives. The reason is that Mozart profoundly influenced the music that came after him. Beethoven studied him constantly,and Haydn paid his young friend the sincere flattery of imitation. Chopin was deeply imbued with Mozart’s spirit and said at his death,”Play Mozart in memory of me.” Even the proud Wagner bowed his head to him. You can trace much of the gay spirit of the Strauss waltzes, much of the music of Schubert’s great songs back to the pure fountainhead of Wolfgang Amadeus Mozart.


--GREAT LIVES GREAT DEEDS  published by The Reader’s Digest Association as special issue ,1965 ]