কর্পূরের সাথে আতরের গন্ধ মিলে
অদ্ভূত এক অপার্থিব আবেশ তৈরী হয়েছে
কাঠের কফিনে বিছানো সাদা কাফন
ধূপ-আগরের ধোঁয়ায় চির-বিদায়ের বিমর্ষতা ভাসছে
এই পৃথিবী ছেড়ে যাচ্ছে কেউ--
বিলাসী মানুষটার শরীর থেকে খুলে নেয়া
হয়েছে দামি ব্রান্ডের পোষাক , ঘড়ি, হীরের আংটি
গলায় ঝোলানো শখের সোনার চেইন,
স্রেফ তিন টুকরো কাপড়ে মোড়া নিথর শরীরটি
যাচ্ছে মাটির সরু এক ঘরে, বাঁশ -চাটাইয়ের ছাদের নীচে।


শব-যাত্রায় চলেছে শোকগ্রস্ত আপনজন,আত্মীয়
অর্থ-সম্পদে মোড়া জীবনের অর্থহীনতা উপলব্ধি করছে কেউ কেউ
ফিরতি পথে পায়ের ধূলো-কাদা ঝাড়তে গিয়ে কেউ ভাবে
জীবনটাকে সৎ পথে চালাতেই হবে এবার থেকে--
তারপর দিন ঘুরতেই শুরু হয় বিস্মরণ পালা
মরণকে ভুলে থাকার প্রাণপন চেষ্টা--
পৃথিবীর সুখ কিনতে চলে অবলীলায় অসততার সাথে সন্ধি।
ভুল পথে যাওয়া মানুষেরা ভুলেই যায়
একদিন তাকেও চলে যেতে হবে সব অর্জন ফেলে।


চরম সত্যকে পরম অবহেলা করে চলছে জীবন আমাদের
এক অনিবার্য পরিনতি --মরণের অভিমুখেই ।