কর্মচাঞ্চল্য ছাড়া জীবন বড্ড নিরস
তবুও ব্যস্ততার ঘেরাটোপ থেকে একটু অবসর
কি চায় না মন?
অথচ এই অবসরই যখন হয় প্রলম্বিত
এক অদ্ভূত বিষাদ  কেন যেন ঘিরে ধরে মনকে ।
লম্বা ঘুমের শেষে বিষন্ন সন্ধ্যায় অগত্যা জাগরণে
মুখোমুখি হতে হয় অবসন্ন এক অচেনা প্রহরের—
সময়ের কাছে নিজেকে মনে হয় পরিত্যাক্ত
কি এক অলসতায় আচ্ছন্ন ঘোর গ্লানির বোধ জাগায়,
এ অবসরকে আনন্দময় করতে তাই আয়োজন লাগে
সে আয়োজনের কর্মচাঞ্চল্যে আবার মুখরিত হয় জীবন।
আসলে অলসতাই আনে অবসাদ
এমনকি সাধের অবসরেও---
বিষন্নতার জন্ম বোধহয় সেখানেই ।