জীবনের এই চলতি পথে
দুই বন্ধুর হাত ধরে চলতে চায় সবাই
ভাগ্য আর বুদ্ধি--
সফলকামের আকর্ণ-বিস্তৃত হাসিতে  
এদের অবদান অনস্বীকার্য।
বিপরীতে , নির্বোধকে নির্বিচারে গালাগাল করে সবাই
শুধু ভাগ্যই যেন টেনে তুলতে পারে তাকে
জীবনের চোরাবালি থেকে--
বুদ্ধিমান কি দুর্ভাগা হয় না ?
ভাগ্যবানও তো নির্বুদ্ধিতার পরিচয় দেয় ।
তবে?
হ্যাঁ, ভাগ্য আর বুদ্ধির সমন্বয়েই জীবনের সফলতা আসে।
ভাগ্য একদিক থেকে বুদ্ধির চেয়ে বিস্তৃত
সে সবার, যার তাঁর , হতে পারে।
বুদ্ধি কিন্তু সবাইকে সেভাবে ধরা দেয় না -


শুধু ভাগ্য বা শুধু বুদ্ধিকে যদি বেছে নিতে হয়
তবে কাকে চাইব আমরা?
দুজনকেই যে বড় প্রয়োজন আমাদের ।
আর যদি যুদ্ধ বাঁধে তাদের পরস্পরে
নয়তো দুজনেই যদি মুখ ফিরিয়ে নেয় আমাদের থেকে
তবে কি হাল হবে এই জীবনের?