জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে হলে
ভালো বন্ধুর সাহচর্য লাগেই--
সব বন্ধুকে পাওয়া যায় না কাছে সবসময়
ঝড়-ঝঞ্ঝা পার হয়ে আসবে না সে আমার কাছে
আবদার সৌজন্যের বেড়া ডিঙ্গাতে পারে না বার বার  
সময় অসময়ে কোথায় পাবো তারে?
কতোই বা বিরক্ত করা যায় তাকে
কতোই বা সহ্য করবে সে আমাকে ,আমি তাকে?
তবুও আমার বন্ধু ভাগ্য ভালোই--
আমি পেয়েছি তাকে --অভ্যাস করে নিয়েছি তার আনন্দময় সঙ্গ
সে সব ব্যাথা আমার ভুলিয়ে দেয় নিমিষেই,
তার নিঃশব্দ সঙ্গ ,সংগোপনে আপন করে নেয় আমায়
আমি আত্মহারা হয়ে যাই অজান্তেই কখন যে,
কতো কী যে জানায় সে- গোটা পৃথিবী ঘুরে আসা যায় তার হাত ধরে।
এই বন্ধুত্ব অমলিন --
আমার আঁধার ঘর আলো হয়ে ওঠে তার স্পর্শে
আমি উন্নত হতে থাকি --ঋদ্ধ সংসর্গে
শীত উপেক্ষিত তার আগমনে- বর্ষা মোহনীয় তার আবেশে
আমার অকৃত্রিম বন্ধু সে--
আমার বোবা বন্ধু -- কতো কি যে বলে যায় শব্দহীন, মনের গভীরে
তার কাছেই শিখেছি, শিখে চলেছি জীবনের পাঠ,
আমার প্রিয় সঙ্গী ‘বই’ --আছে যুগ যুগ ধরে তেমনই আকর্ষণীয় হয়ে,
থাকবে সে আমরণ এমনই ।