মিতবাক ফোনালাপী আজকাল বড় দুষ্প্রাপ্য
রাতভর দিনভর চলছে কথার ফুলঝুরি
বল্গাহীন কথার ঘোড়া দৌড়ে চলেছে অবিশ্রান্ত
ক্লান্তিহীন ফোনালাপীরা বেজায় ব্যাস্ত এখন।
শুনশান রাতের নিরবতা ভাঙ্গা ওদের ঘ্যান ঘ্যান শোনা যায়
একটানা কথা চালিয়ে যাবার ব্যাপারে দক্ষ হয়ে উঠছে সবাই
এক নবতর বিনাশী নেশা , দখল নিয়েছে তরুণ জীবনের
আলাপের ডালপালা ছড়াতে ছড়াতে ঢেকে ফেলছে সুস্থ্য জীবন
তার কালো ছায়া ন্যায় সম্পর্কের ওপর পড়ে
অন্যায় মোহগ্রস্থতার আঁধার ঘনিয়ে আনে একদিন।
সুসজ্জিত কথামালার দীর্ঘ ব্যাপ্তিতে যথারীতি সত্তা নির্লজ্জ উলঙ্গ
হয়ে পড়লেও বেহুশ আলাপীদের তা থেকে সরে আসার সামর্থ থাকে না,
ফুলের সুবাস কিভাবে যে গোবরের গন্ধ হয়ে গেছে ,বোঝে না তারা ।
অনেক নষ্ট কথা-শিল্পী কায়দা করে বেকায়দায় ফেলে দেয় সঙ্গীকে
নেটওয়ার্কের সেই নটরাজেরা দক্ষ কথার ব্যবসায়ী ,বড় পেশাদার।
মিথ্যে স্তুতি শোনার অতি আগ্রহ যাদের, ভুলের হুল ফোটে
তাদেরই গায়ে ,ফোসকার যন্ত্রণা থেকে মুক্তি নেই যেন।
নিরর্থক, সময় শুষে নেয়া পাগলের নেশার এই ঘোর
এই সময়ের মহামারী ব্যাধি--
ক্ষণিক সুখের আশায় বাক্যবন্দী হওয়া তাই
গুপ্তঘাতককে সুপ্ত প্রশ্রয় দেয়াই
রুচিহীন কথার জালে জব্দ হওয়ার যন্ত্রণা আমদানী করাই ।
----------------------------------------------------------------------

সতর্ক সংকেত ঃ-
সিম ক্লোনিং-এর খপ্পরে পড়ে সব ডাটা আর ব্যালেন্স খুইয়েছেন ভারতের প্রায় দু’লাখ
মোবাইল ব্যবহারকারী , বিপদ আরো বাড়তে পারে যদি নাশকতামূলক কাজে সেই নম্বরগুলো ব্যবহৃত হয় । যে কোন সময় বাংলাদেশেও এই নোংরা সফটওয়্যার কাজে লাগাতে পারে দুর্বৃত্তরা । সাবধানতা হিসেবে এখন শুধু মাত্র -- অচেনা মিস কল পেলে, তা কলব্যাক না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা । অচেনা কল রিসিভ করে ফেললে অসুবিধে নেই ।