দ্বিধা কি বিবেকের দেয়াল ?
সিদ্ধান্থীনতার ঘূর্ণিপাকে হারিয়ে যায় মূল্যবান সময়
অতিক্রান্ত টালমাটাল সময়ের পরেই দৃষ্টিগোচর হয়
কখনো কখনো লাভের পাহাড় কিংবা ক্ষতির খাদ --
দ্বিধান্বিত মনে দ্বন্ধ চলে নিরন্তর -‘করবো, না কি করবো না?’
‘যাবো, না কি যাবো না?’ ‘হ্যাঁ ,না কি না ?’.........
বিস্তর মাথা ঘামিয়ে ,নিজের নিরাপত্তার আস্তর গড়ে
পদক্ষেপ নিতে চায় মানুষ -- হয় না তা এমনই ইচ্ছে-মাফিক সব সময় ।
তাৎক্ষণিক সিদ্ধান্তের বিচক্ষণতা বিরল
তাই বেশী ভাগ মনেই দ্বিধাগ্রস্ততার আবাস।
সহজে সঠিক সিদ্ধান্তের সফলতায় উদগ্রীব মন,
পিছন থেকে পিঠ খামচে ধরে টানে দ্বিধারা --
কি উদ্দেশ্য এদের?
বাঁচাতে চায় মানুষকে এঁরা ক্ষতির ক্ষত থেকে?
নাকি খামোখাই থমকে দেয়া অযথা ধমকে ?
মনে দ্বিধার অস্বাভাবিক প্রাবল্য চিহ্নিত হয়ে থাকে
মানসিক অসুস্থতারই লক্ষণ হিসেবে --
দ্বিধার ধারালো কোপে সে মনে হতাহত হয় সিদ্ধান্তরা সদাই।
দ্বিধান্বিত হচ্ছি দ্বিধার ভূমিকা নিয়েই --
দ্বিধা কি বিবেকের দেয়াল ?
নাকি দুর্বল মনের এক ভীতি জাগানিয়া অদ্ভুত ভূত ?


IF YOU ARE NOT WILLING TO
                  LEARN
     NO ONE CAN HELP YOU
IF YOU ARE DETERMINED TO
                  LEARN
    NO ONE CAN STOP YOU.  --ZIG ZIGLAR