যার কাছে উত্তর জানা নেই
তার কাছে প্রশ্ন বড়ই বিরক্তিকর , অস্বস্তিকর, ভীতিকরও বটে ।
অহেতুক প্রশ্নরা নাজেহাল করে আমাদের
আপত্তিকর প্রশ্নরাও কম যায় না ,বড় আস্পর্ধা ওদের।
কিছু কিছু প্রশ্ন আবার বিপদজনক , নিরুত্তোর থাকাই শ্রেয় জ্ঞান করে বিচক্ষণ
আর কিছু কিছুর উত্তর খুলে দেয় জ্ঞানের দরজা বিলক্ষণ--
আমি সেই মহিমান্বিত প্রশ্নদের কথাই ভাবছি --
কার্যকয়ারণ খুঁজতে যেয়ে নিজেকে করা মহা মূল্যবান প্রশ্নের উত্তরেই
এসেছে পৃথিবীতে কত না উদ্ভাবন ,শত শত আবিষ্কার।
সুনির্দিষ্ট প্রশ্নের চাবি দিয়েই খুলতে হয় সাফল্যের তালা
সঠিক সময়ের মোক্ষম এক প্রশ্নই ঘটিয়ে দেয় বিপ্লব
উত্তরের অন্বেষায় দিক নিশানা পেয়ে যায় সন্ধানী মন
চিন্তাশক্তির অদৃশ্য অসীম বলয়ে একটি প্রশ্নের তীক্ষ্ম তীর
প্রবল আলোড়ন তুলে ছিনিয়ে আনে একেকটি সফল উত্তর ।
এগিয়ে যায় পৃথিবী ধাপে ধাপে --মানব কল্যাণে উন্মোচিত হয়
নবজ্ঞান নয় তো অপার সুবিধে --
এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে
মূল্যবান উত্তরগুলো--
প্রশ্ন চাই--সঠিক, সুচিন্তিত ,জ্ঞানদীপ্ত প্রশ্ন চাই,
মহামান্য প্রশ্নরা দয়া করে উদয় হোক আমাদের
এই সময়ে , মানব মনে ।