ধ্বংসযজ্ঞ কিভাবে কখন যেন প্রতিবাদের ভাষা হয়ে গেছে আজকাল
অভ্যস্ত চোখে আমরা দেখেই চলেছি
বিকারহীন , বিকৃত , বিক্ষুদ্ধ প্রতিক্রিয়া --
উদোর পিণ্ডি পড়ছে বুধোর ঘাড়ে
অসহায় নিরীহ জনসাধারণ নিজেদের ভাগ্যকে ছাড়া
আর কাউকেই দোষী করার সাহসটুকুও ফেলেছে হারিয়ে ।


অনিয়ম, অত্যাচার,অন্যায়ের প্রতিবাদ আসছে আরও বিস্তৃত অন্যায় হয়েই
বিবেকহীনতার বহ্নি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ--
পুড়িয়ে দিচ্ছে আরো গভীরে, মনে ধারণ করা ,মানুষের প্রতি মানুষের ভরসা-
চলতি পথে হঠাৎ করেই মানুষরূপী শ্বাপদের তীক্ষ্ণ নখর আঁচড়ে দিতে পারে
যে কাউকেই, মানুষের ভেতরই নিমিষে উঠছে জেগে নির্বিকার , নির্বিচারী দানব।


শোক শক্তিতে পরিনত হয়ে আনার কথা নিরাপদ জীবন ,শান্তির দিন--
এই তো আমাদের চিরন্তন প্রত্যাশা,
অথচ শোক আজ উন্মত্ত অপশক্তি হয়ে ঠেলে দিচ্ছে সবাইকে
নিরাপত্তাহীন উদ্বেগের খাদে--


বন্ধ হোক এ গণ-দুর্বৃত্তায়ন--
ধিক শতবার বিবেক-বর্জিত ধ্বংসাত্বক এই প্রতিবাদের প্রতি।


সংযমী, শুদ্ধ প্রভাবশালী,বলিষ্ঠ স্থানীয় নেতৃত্বই কেবল পারে
অরাজকতার এই বহ্নুৎসবে আগ্রহী আগ্রাসীদের থামাতে--
কোথায় সেই নেতা আপনি?
সারা দেশ যে অপেক্ষায় আজ আপনারই ।


[ সারা বিশ্ব জুড়েই আজ প্রতিবাদের ভাষা এমনই ধ্বংসাত্বক হয়ে উঠেছে , আমাদের এই নিরীহ জনসাধারণের দেশে এই আচার জাকিয়ে না বসুক এই প্রত্যাশা ।]