কি চাও তুমি জীবনের কাছে ?
আসলেই কি কি চাও তুমি এই জীবনে ?
জানো কি নিজেই তোমার  চাহিদাগুলো
কিংবা বলি তোমার আকাঙ্ক্ষা গুলোকে ?


উদ্দেশ্যের শুদ্ধতা যদি থাকে
তবে, লড়ে যাও প্রাণপণে ।
আর যদি লক্ষ্যভেদ নাহয় ?
তাহলে কি তুমি অযোগ্য ? ব্যর্থ তোমার জীবন ?
মিথ্যে তোমার সাধনা ?


না হে , না--
আসলে তো তুমি বীর, তুমি এক লড়াকু সৈনিক,
যেই যুদ্ধে নামার সাহসই নেই হয়তো অনেকের
সেই যুদ্ধে তুমি আগুয়ান হয়েছো তেজস্বীতায় --


ভাবছো, কি  তোমার অর্জন ?
কেন ? কষ্টে কেনা তোমার অভিজ্ঞতা তো আছে।
প্রচেষ্টার ফলশ্রুতিতে আসা ব্যর্থতার সিঁড়িগুলো
বড় অমূল্য আর মজবুত হয়ে থাকে -
সেই সিঁড়ি মাড়িয়েই একদিন ঠিকই পৌঁছানো যায়
আকাঙ্ক্ষার অগম্য গন্তব্যেও ।
তাই হারাটাকেই হারিয়ে দিতে হাসতে হয়--
লক্ষ্য বুকে ছুটতে হয় জীবন পথে
জীবন শক্তির উৎস সেখানেই ।


জেনো, চাহিদা বা স্বপ্ন পূরণের চেয়েও
জীবনের মূল্য অনেক অনেক বেশী ;
আর, তোমার নির্ধারিত আশা পূরণ না করলেও
জীবনের ক্ষমতা আছে তোমাকে নিজের থেকেই অভাবনীয় কিছু দেবার।