সমাধানকে সাথী করেই সমস্যারা
আবির্ভূত হয় জীবনের মঞ্চে,
এ বড় এক সরল সত্য---
কোন এক দুর্বোধ্য স্বার্থরক্ষার তাগিদে  
আমরাই জিইয়ে রাখি অনেক সমস্যা
একটু ভিন্ন দৃষ্টি ভঙ্গির আলোকে যাদের
সমাধান  রয়েছে হাতের নাগালেই ।
কোন ঘটনাই ঘটে না কারণ ছাড়া
‘সমস্যা’ যদি ক্রিয়া হয় তবে
‘সমাধান’ই হলো তার প্রকৃত প্রতিক্রিয়া।
তাই বলা যায় চিন্তাশক্তির একটু সঞ্চালনেই
‘সমস্যা’রা হয়ে যায় ‘সমাধান’  ।
অলসতা জীবনকে শ্লথ করে ফেলে
আর চিন্তার অসারতা জীবনকে ব্যর্থ করে দেয়।