বৈজ্ঞানিক পরীক্ষাগারের খাঁচা থেকে
পালিয়ে যাওয়া ধুরন্ধর ইঁদুরটাকে
আমি দেখেছি কয়েকবার --
তাঁর প্রাণবন্ত চলাচলে আমি মুগ্ধ,
তাই আর বাড়তি কসরত করতে যাইনি তাঁকে ধরতে ।
আমার বদান্যতাকে সেই বিচক্ষণ প্রাণী বুঝেছে বিলক্ষণ
একদিন বড় সাহসী ভঙ্গীতে দাঁড়াল সে সামনা-সামনি--
“  হে মানুষ, শোনো--
এই পৃথিবীতে অনেক বড় অদৃশ্য খাঁচার ভেতর
আসলে আছো তোমরাই --
পরীক্ষা করা হচ্ছে তোমাদেরই ।”


ঘোর কেটে গেলো --
আচমকা ভেঙ্গে গেলো স্বপ্ন
পালিয়ে গেছে অলীক ইঁদুর
সজাগ করার সত্যটুকু রেখে ।