সমাজ পর্ব


আদব লেহাজ
        উঠেই গেছে আজ
               এই সমাজটা থেকে,
ধর্মের ঐ বাণী
        মর্মে আসে না জানি
               চলে যায় দূরে বেঁকে ।
----  
শিক্ষা পর্ব

প্রশংসা লোকের করাই তো যায়
যখন ইচ্ছে তখন
মনের মর্জি মতন,
সমালোচনায় কিন্তু থাকতেই হয়
সত্যের অনুসরণ
গভীর অনুধাবন ।
-----


প্রেম পর্ব

বাসী প্রেমে দাও
তাজা ফুলমালা,
অনুতাপে নিভে
হৃদয়ের জ্বালা।
----


উপলব্ধি পর্ব

নতুন যা কিছু
পুরাতনই হয়,
দিনে দিনে বাড়ে
শুধু তারই ক্ষয়।

শুধু যে মানুষ
যদি টিকে রয়,
বিবেকের চাষে
আরো বড় হয়।
---


অজুহাত পর্ব

সোজা-সাপ্টা দিচ্ছি বলে
আমি ভীতু নই,
দুঃসাহসটা বেয়াড়া বড্ড
তাই নিশ্চুপ রই।
---