সে যেন এক অস্টভূজ
আটদিকে তার আটখানা চেহারা
একটা থেকে অন্যটা ভীষণ অন্যরকম
সব মিলিয়ে তবু অস্তিত্ব একটাই।


একপাশে তার মায়ার ছায়া
অন্য পাশেই রুদ্র কায়া,
একধারেতে বিষন্নতা
অন্যধারে প্রগল্ভতা।
অনেক চেনা মানুষটাকে
নিত্য মনে হয় অচেনা,
অনেক ছবির আনাগোনায়
মন-ক্যামেরায় সব ধরে না।
দুর্বোধ্য কি সবাই এমন?
আমারই বা ধরণ কেমন ?
বুঝতে দেখি চেহারাটা আয়নাতে
সহজে কি এসব বোঝা যায় তাতে?