আমি পথ কাটি
আমি শিক্ষা শ্রমিক
লোকে জানে আমাকে শিক্ষক বলেই।


পথের মোড়ে হাত নাড়িয়ে
কতোজনেই তো তোমরা চলে গেলে
আর এলে না কোনদিন পিছন ফিরে।
আমি কিন্তু মনে রেখেছি তোমাদের,
বছর কে বছর নাম ডেকে ডেকে
নামগুলো আমার যে মনে গেথে গেছে ।


তোমাদের অনেক রচনায় আমি ছিলাম 'প্রিয় মানুষ'
নীতি-আদর্শের বীজ বুনেছিলাম আমি-
তোমাদের কোমল মনের জমিনে --
আজ কি রুক্ষ মরু মনে সব  শুষ্ক হয়ে গেছে ?
তবে না এসে ভালোই করেছো তোমরা --
আমি সহ্য করতে পারতাম না -ফ্রাস্টেটেড ফ্রাঙ্কেন্ স্টাইনদের।
আর যদি সুপথেই থাকো
জেনো আমার কোমল কর তোমার মাথা স্পর্শ করে আছে
অদৃশ্য খাতা ধরে আমি আজো রোল কল করে যাই
আমাকে ভুলে গেলে, যাও ভুলে,
শুধু শিক্ষাটুকু আমার যেওনা ভুলে।
জীবনের প্রত্যূষের সেই পাঠ কক্ষে তুমি এসো মনে মনে বার বার
নিজের জীবনের বহু পথ ফেলে আমি ,
তোমাদের জন্যে পথ কাটতে এসেছিলাম--
ফল দেখতে নাই পারি ,বীজ বোনার শান্তি টুকু আমার থাক,
তোমাদের  বিস্মৃতি
আমার গুরুদক্ষিণা হয়েই থাক ।