আমি বাঁচাতে এসেছিলাম তোমাদের
আর তোমরা মেরেই ফেললে শেষে আমাকেই!
লোকে বলে নন্দা মরে গেছে
আমি তো জানি তোমরাই মেরে ফেলেছ আমায়।
আমার বুকে খেলতো কত চঞ্চল মীনেরা
মরাল গ্রীবার রাজহংসকুল ঘুরতো রাজসিক
কত যে জলজ সম্ভার ছিলো আমার--
তোমাদের জীবনের সাথে মিশে ছিলাম আমি।
তোমাদের পূর্বপুরুষের কত আনন্দ গান বয়ে গেছে
আমার উত্তাল স্রোতের সাথে মিলেমিশে,
উজান ভাটিতে ছুটতো কত পালতোলা পানশি
সকাল-সন্ধ্যা পারাপারের নৌকোগুলোর অগুনতিবার
ছিলো ঘাট থেকে ঘাটে চলাচল--
আজ শীর্ণ আমার বুকে অবৈধ স্থাপনার জগদ্দল ঠুকে ঠুকে
রাসায়নিক বর্জ্যের বিষ ঢেলে ঢেলে ঠেলে দিলে মৃত্যুমুখে।


ওহে, স্বেচ্ছাচারী, লোভী, লুটেরা সম্প্রদায়,
তোমরা তিলে তিলে হত্যা করেছো আমায়,
আসলে তো শুধু আমিই মরিনি, মরেছে তোমাদের বিবেকও
তোমরা আত্ম-বিধ্বংসী
তোমরা প্রকৃতির শত্রু
তোমরা হন্তারক তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের।
ভুলে যাও তোমরা নন্দা নদীকে,রক্ষা করতে পারলে না আমায়
আমি বিক্রি হবার মতো নগন্য ছিলাম না
আমি সম্পদ ছিলাম তোমাদের সবার --
আমার মিঠে পানিকে অবজ্ঞা করলে তোমরা ?
তোমাদের চোখের নোনা পানি দেখার জন্যে
থাকবো না আমি আর,
তোমরা মেরেই ফেললে আমায় .........  


[ ‘নন্দা’ এখানে আসলে বাংলার অনেক অনেক মৃতপ্রায় নদীর প্রতিনিধিত্ব করছে , আমি মহানন্দা নদীর নাম জানি ,’নন্দা’ নামের কোন নদী থাকলেও থাকতে পারে ।]