আলপনাটা আজও আছে
মূল দরজাটার সামনে বেশ এক উৎসবের আমেজ জড়ানো
বছর পাঁচেকের পুরনো আলপনার রঙ সামান্য
হালকা হয়তো হয়েছে কোথাও - তবু অনিন্দ্য বিন্যাসে ছড়িয়ে আছে তা।


যাদের বন্ধনের আয়োজনে এই অপরূপ আলপনার সৃষ্টি হয়েছিল
বড় যত্ন নিয়ে , সময় ধরে--
তাদের শুভাশিস জানাতে ছুটে এসেছিলো দুই পরিবারের
সব নিকটাত্মীয় , আত্মীয়রা, বন্ধু-বর্গ ,কলিগরা, আরো কতো জনে।
একটা আনন্দময় ঘটনাকে চিরদিন ধরে রাখার অভিপ্রায়ে
এসেছিলো ভিডিওর সদাচলমান চঞ্চল চোখ- যেন সব মূহুর্ত ধরে রাখবে,
মুহুর্মুহু ক্যামেরার ফ্ল্যাশে উজ্জ্বল সবার আনন্দময় অভিব্যাক্তি ।
বাইরের ডেকোরেশান করা লাইটিংয়ের ঝলকানিতে
আলপনার বুকে রঙের খেলা চলেছিলো কয়েক রাত।
বড় বড় অ্যালবামের ভাঁজে অনুষ্ঠানের অনেক ছবির সাথে
আলপনা ঠাই পেয়েছে জ্ঞাতে কি অজ্ঞাতে ।
এতো বছর পরেও সেই ক’টা উৎসবময় দিনের সবচেয়ে বড়
স্বাক্ষী হয়ে রয়ে গেছে সেই আলপনা।


আলপনাটি আছে , কিন্তু সম্পর্কটা আর নেই,
ভেঙ্গে গেছে সেই বন্ধন--
তুচ্ছ নাকি সাংঘাতিক কোন কারণে ,তা জানা নেই অনেকেরই।
নির্দোষ অপরূপা আলপনা লাজুক ভঙ্গিতে যেন
মাটি কামড়ে পড়ে আছে আজ--
ভাঙ্গা সম্পর্কের দগদগে ক্ষতের অমোচনীয় দাগ হয়ে রয়েছে সে
তার রূপকথা এখন বিব্রতকর চুপকথা ।
একটি সম্পর্কের সূচনা স্মারক সেই আলপনা
আজ আকস্মিক বিচ্ছেদের বিষন্নতায় নিজের অস্তিত্বটাই
চাইছে মুছে দিতে ।


     ==========////\\==========


[ আজকাল বিবাহ -বিচ্ছেদের আধিক্য আশংকাজনক পর্যায়ে পৌঁছে গেছে , সবাই বড় অধৈর্য হয়ে যাচ্ছি দিনে দিনে । অনুরোধ রাখছি দম্পতিদের কাছে , নিজেদের মনের আরো কাছাকাছি আসুন , ঘটা করে ঘটে যাওয়া সম্পর্ককে মর্যাদা দিন ,সব ভুলের বিপরীতে একটু প্রচেষ্টা থাক বন্ধন অটুট , অমলিন রাখার ।]