মধ্যযুগীয় বর্বরতাকে ধিক্কার দেই আমরা
তার বীভৎসতার জন্যে বরাবর--
আজকের এই আধুনিক যুগে বিনোদনের
বিপুলতা সর্বকালের মাত্রাছাড়া,
তাও অসুস্থ মানসিকতা কারো কারো
আমোদিত হয় অত্যাচারের আনন্দে।
তাদের নিষ্ঠুর ,নির্বিচার নির্যাতনে কেঁপে ওঠে মানবতা
আর ,তাদের পাষাণ মানস বুড়ো আঙুল দেখিয়েই যায় সভ্যতাকে।


বর্বর বিনোদন-প্রিয় এই বরাহরা
নোংরা করে চলেছে আজ এই পৃথিবী ।
আর নির্বিকার দর্শক হয়ে তা যেন উপভোগই করে
আরো কতো কতো জনে,
অন্যায়ে অভ্যস্ত হচ্ছে এই সমাজ
উধাও হয়েছে যেন উদারতা ।


চোখ বুজে যারা আছি, তারা অন্তত চোখ খুলে
অতীতের পাতা ঘাটলে দেখতে পেতাম--
এমন অনেক নিপীড়নের জনপদ ধ্বংস করে দিয়েছেন স্রষ্টা
আমরা কি সেই ভাগ্য বরণের অপেক্ষায় আজো নিশ্চুপ ?