মাটির ভেতরে রয়েছে রসদ, আঁটির ভেতরে বৃক্ষ
তাপে বিদীর্ণ খোসার প্রাচীর , পাখি দেখে অন্তরীক্ষ
পরিচর্যায় আর প্রেমে আসে মানব গভীরে মহান
প্রতিহিংসা আর প্রত্যাখ্যানে, হৃদয়-ভূমি যে শ্মশান ।


কলির ভেতরে ঘুমায় কুসুম, জাগে কাননে এলে কিরণ
নিষ্প্রভ থাকে হীরকখণ্ড ,কাটলেই আলো করে বিকিরণ,
শিশুর শুভ্র সরল হাসিটি কেড়ে নিলে হে নিঠুর বিশ্ব
মহত্ব হারালো মহার্ঘ জীবন, ভালোবাসাহীন হয়ে নিঃস্ব ।


মমতায় মাখা, হাত ধরে রাখা ,থাকার ছিল যে শৈশব
কচি কচি হাতের সেই শিশু-শ্রম গড়ে শোষকের বৈভব ।
রাষ্ট্র,সমাজ নীরব সবাই, আমরা সবাই বড় কুশিলব
কুম্ভীরাশ্রু ঝরাই হলে যে শিশু-প্রাণ ঐ নিথর-নীরব।


শিশুর শরীর ক্ষোভে আর লোভে খাবলে ক্ষত-বিক্ষত
পাবে নাকি ওরা আদর, বিচার যা হয় ন্যায়-সঙ্গত;
শিশুরাই হলো জাতির আগামী, শান্তি তাদের জন্যে চাই
স্নেহ-যতনে না গড়লে ওদের, নষ্ট মোদের আগামীটাই।