জলের বুকে অন্ধ দৃষ্টি দিয়ে
স্পর্শ করেছিলাম ডুবন্ত চাঁদ,
নিঃশ্বাসের উত্তাপে মেঘ গলিয়ে
জোছনা এনেছিলাম ঘুমন্ত মাঠে ,শস্যক্ষেতে।
আমার স্পর্শের স্পর্ধায় থমকে গেছে বাতাস
তাই জমাট বাঁধা ফুলের গন্ধ আমি তুলে নেই সাথে ;
দুঃখ জল সাঁতরে ঢুকি প্রাপ্তির পরিখায় ,সেখান থেকেই
সুখের সুপ্ত তীরে , গায়ে মেখে নেই জীবনের রোদ্দুর।
মনোযন্ত্রণার গণকবরে আসি স্বস্তির ফুল ছড়াতে,
আলোর উজানে , উদ্ভাসিত উদয়াচলে উত্তুঙ্গ শৃঙ্গে উৎকীর্ণ
আশার বাণীরা নির্বাপিত করে অপ্রাপ্তির অগ্নিস্ফুলিঙ্গ ।


বহু দূরে চলে আসা পথটিকে গুটিয়ে গুটিয়ে যখন
নিজের দোরগোড়ায় , ভোর হলো তখন পৃথিবীতে ।
উদ্বায়ী উদার স্বপ্নেরা উদ্বাহু আন্দোলনে, উল্লাসিত হয়ে
বিদায় জানায় আমাকে, এক দায়হীন দর্শনের আস্বাদ দিয়ে ।