দগ্ধ অরণ্যের শোক-স্তব্ধ রুদ্ধ নৈরাজ্যে
আমি সবুজ সজীবতার প্রতিনিধি হয়ে উত্থিত
আমিই সম্ভাবনা,  অগ্নিতে অঙ্গার প্রান্তরে
আমিই মৃতের শ্মশানে জীবনের আন্দোলন।


দাবানলের হলাহলে ছিলো ধ্বংসের জয়ধ্বনি
বৃক্ষের কাঠফাটা আর্তনাদ বুঝিয়েছে বহ্নির বর্বরতা
নীড়হারা পাখীদের ক্রন্দনে ভ্রুক্ষেপ নেই উদ্বাহু অগ্নিশিখার
প্রিয় আশ্রয়তল ছেড়ে নির্বাসিত পশুরা শংকিত,দিশাহীন
জ্বলন্ত বনানীতে জীবন্ত কিছু নেই,
মরণের মহোৎসব শেষে
প্রাণহীন পোড়ামাটির মঞ্চে নামে আঁধার নিস্তব্ধতা......


সেই নীরবতা ভেঙে নিঃশব্দেই অংকুরিত হয়েছি আমি.....
আমার মতো অনেক চাড়াই ছড়াবে এখানে অচিরেই
আবার জেগে উঠবে বনানী ধরণীর প্রাণ সম্ভারে
অপরাজিত অরণ্যে আবার হাসবে ফুল, গাইবে পাখী।
সবুজের বন্যায় শান্তির ঢেউ আবার
প্রবাহিত হবে এই ভস্মিভূত মৃত ভূমিতে।।
              ......................