তখনো সন্ধ্যা নামেনি
তখনো পাখীরা ফিরেনি নীড়ে
তখনো কণে দেখা আলোর আভা ছড়িয়ে ছিলো চারপাশে।


শহুরে রাস্তাগুলোর বাতি জ্বলে উঠেনি
জানালার কাঁচ ভেদ করে তাকায়নি কৃত্রিম আলো
বাইরের অন্ধকারে....
বিপণীগুলোতে ঝলমল করে উঠেনি আকর্ষণী আলোক রশ্মি
তখনো সন্ধ্যা নামেনি শহরে....


গাঁয়ের আল ধরে ধরে ঘরের পথ ধরেনি কিষাণেরা
তখনো হয়তো উঠোনে পড়ে ছিলো শুকোতে দেয়া শস্যকণা
ঘাটে বাঁধা নৌকোসাড়িতে জ্বলে উঠেনি হ্যারিকেন সলতে
তখনো সন্ধ্যা নামেনি গাঁয়ে...


এখানে এখনো পৃথিবী ডুবেনি অন্ধকারে
শুধু একজন.....
অনিচ্ছায় একজন নিভে গেলো জীবনের মহাসড়ক থেকে
তাঁর শেষ নিঃশ্বাসটুকু মিলিয়ে গেলো গোধূলির মৃদু মলয়ে....
তখনো সন্ধ্যা নামেনি
আলো থাকতেই একজন নিমজ্জিত হলো চির আঁধারে।