এখনো ফোটে লাল টকটকে রক্ত জবা;
কৃঞ্চচুড়ায় আসে ফাগুন।
আমাদের পুর্বপুরুষের রক্তে দেখেছি;
তোমার বিদ্রোহের আগুন!


তোমার বজ্র কণ্ঠের ধ্বনি
রেসকোর্স ময়দান থেকে
ভেসে গিয়েছিল শহর থেকে গ্রাম।
শোষকের রক্ত চক্ষু উপেক্ষা করে তুমি বলেছিলে- "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম;
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"


তোমার সেই দীপ্ত কণ্ঠের আগুন ঝরা বাণী শুনে
স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল
বাংলার সূর্য সন্তানেরা।
হে পিতা, তোমার তুলনা তুমিই;
বলেছে আমাদের পুর্বপুরুষেরা।


তোমার চোখে তাকিয়ে পৃথিবী দেখেছিল;
লাল সবুজ বাংলাদেশ।
তুমি সদাজাগ্রত মগজে-মননে,
বঙ্গবন্ধু; তুমি তো অনিঃশেষ!