বিকেল শেষে
সন্ধ্যা নেমে আসে
একলা পাখি
আকাশ ভালবাসে।


নীড়ের খোঁজে
উড়ছে পাখি একা
মেঘের ভাজে
সূর্যটা যায় দেখা।


বাউল কবি
গুন গুনিয়ে গায়
উদাস লাগে
এমন সন্ধ্যাবেলায়।


কবি যদি
এমন একলা হয়
হারিয়ে যাবার
তার কি বলো ভয়।


একলা পাখি
হারিয়ে যায়;
আকাশ ভালবেসে।
বাউল কবি
সন্ধ্যা নামায়;
নীড়ে অবশেষে।