যুবকটি বিপ্লবী হতে চেয়েছিল
সে এখন কবিতা লেখে!
নাহ, দ্রোহের নয় শান্তির;
প্রতিশোধের নয় প্রেমের!


যুবকটির দ্রোহের আগুন চোখ
শহর পাহারা দিয়েছিলো;
যার কন্ঠে ছিলো মিছিলের তপ্ত শ্লোগান;
ছিলো নিয়ম ভাঙ্গার গান!
সে এখন দীর্ঘশ্বাসের রাত পাহারা দেয়!


যুবক জানে, বিপ্লবী চে বলেছিলো-
"নতজানু হয়ে সারা জীবন বাঁচার চেয়ে
আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত"


চে এর মত সেও প্রস্তুত!
তবে সে সত্যটা জেনেছে;
সময়ের স্রোতে কখনো কখনো
বিপ্লব বিক্রি হয়, মৃত্য নয়!


©SP-15092018