দিনে দিনে অন্ধ হয়ে যাচ্ছে!
চোখ দুটো আজ দেখেও দেখে না!
কান দুটো আর শুনেও শোনে না!
হৃদয়ের জমিতে ভালবাসার মরুভূমি!
যেখানে ভালবাসার দিগন্ত জুড়ে সবুজ মাঠ ছিল!
যে বুকের মাঝে দ্রোহের গান ছিল;
সেখানে আজ সুনসান নীরবতা!
যে চোখের মাঝে স্বপ্ন আর আগুনের স্ফুলিঙ্গ ছিল,
সেখানে আজ হিম শীতল জলের সরোবর!
দিনে দিনে বোবা হয়ে যাচ্ছে!
কণ্ঠ লোহার শিকলে বাধা,
যে কণ্ঠ প্রতিবাদের গান গাইত,
সে কণ্ঠে আজ আপোষের সুর!
বেচে থেকেও মরে আছি;
মানুষ পাথর হয়ে যাচ্ছে!
মৃতদের সাথে কোন অমিল নেই!
লাশ হয়ে হেটে চলে সমাজে,
দেশ থেকে দেশে, পৃথিবীর প্রান্তরে প্রান্তরে!
নির্বাক নিশ্চুপ, প্রতিবাদহীন পৃথিবীর মানুষ!
চেয়ে দেখো তুমি__
কতটা মৃত মানুষের বসবাস আমাদের মাঝে!
তুমি, আমি, আমরা প্রতিদিন লাশ হয়ে চলি!