জ্যোৎস্নাময়ী রাতে
মেঠোপথ ধরে হেটে যাওয়া পথিক
চাঁদের সাথে পথ চলে।
মেঘের আড়ালে লুকোচুরি খেলা চাঁদ জ্যোৎস্নায় ভরে দেয় পথ।
দমকা বাতাসে ভেসে আসে দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ।
সর্তক পথিক থমকে দাঁড়ায়;
তার সাথে চাঁদও স্থির হয়ে যায়।
জ্যোৎস্নার আলো ভেদ করে একজোড়া জ্বলজ্বলে চোখ ভেসে উঠে।
বিশ্বাসী চোখ দেখে এগিয়ে যায় পথিক।
নাহ, অবিশ্বাসী চোখ এমন জ্বলজ্বল করে জ্বলে না।
বিশ্বাসঘাতক চোখ জোস্নার আলোর মাঝেও লুকিয়ে থাকে।
দিনে সূর্যের আলোতেও অবিশ্বাসী চোখ চেনা যায় না।
নিকষ কালো রাতেও বিশ্বাসী চোখ চেনা যায়।
পথিক সামনে এগিয়ে যায় বিশ্বাসী চোখের পিছু পিছু।
মাথার উপরে পথ চলে জ্যোৎস্নাময়ী চাঁদ।