একটা রাতের কাছে দীর্ঘশ্বাস চেয়েছিলাম;
সে আমায় নির্জনতা দিয়েছিল।
কিছু ফুল মাতাল করা সুবাস দিয়েছিল।
একটা রাতের কাছে একাকীত্বতা চেয়েছিলাম;
সে আমায় জ্যোৎস্নার আলো দিয়েছিল।
একা নদীর বয়ে চলার শব্দ শুনিয়েছিল।
একটা রাতের কাছে প্রেম চেয়েছিলাম;
সে আমায় বুক ভরা বিরহ দিয়েছিল।
অথচ একা পাখির চোখে প্রেম ছিল।
একটা রাতের কাছে জ্যোৎস্নার আলো চেয়েছিলাম;
সে আমায় ফিরিয়ে দিয়ে জোনাকির আলো দিয়েছিল!