বড্ড বদলে গেলাম!
বদলাতে হলো!
তোমাদের পৃথিবীতে বদলাতে হয়!
যদিও বলবে তোমরা;
এ আমার অবক্ষয়!


এই সমাজ, রাষ্ট্র
আমাকে বদলাতে বাধ্য করলো!
মানুষ থেকে কুকুর রুপান্তরিত হলো!
হায়েনার হৃদয়ে__ এ হৃদয় মিললো!
কুকুরের সাথে তো__ কুকুর ই মিলবে।
মানুষ হবার যন্ত্রণা__ ধিকধিক জ্বলবে!


আয়নায় এখন__
নিজের চেহারা শুয়োর দেখি;
এ হৃদয়ে হায়েনার ভালবাসা!
চিৎকার করে বলবে তোমরা;
তুই একটা সর্বনাশা!


সত্যিই__
বড্ড বদলে গেলাম!
বদলাতে হলো;
এই সমাজে বাঁচতে হলে
বদলাতে হয়;
জানি না, জানতে চাই না
এ আমার জয় নাকি পরাজয়!
শুয়োরের সমাজে বদলে গিয়ে;
বাঁচতে হলে শুয়োর হতে হয়!