কবিতা নিয়ে এত হইচই করার কি আছে
তুমি যা লিখবে তাই কবিতা!
মনের মধ্যে যা আসবে কলমের কালির বমিতে এক একটা কবিতার জন্ম হবে।
কবিতার বাধা নিষেধ থাকতে পারে না!
ব্যাকরণ মেনে ছন্দময় কবিতা হতে পারে তবে সেটার পূর্ণতা নাও থাকতে পারে!
কবি স্বাধীন, তার হাত বাধা নেই, মন বাধা নেই।
নেই দেশ, জাতি গোত্র।
কবি সব দেশের, সব গোত্রের।
তুমি মানো বা না মানো
কবি ও কবিতার কোন সীমাবদ্ধতা নেই।
যারা কবিতাকে সীমাবদ্ধতায় বাধতে চায়,
তারা কবিতার গলা টিপে হত্যা করে;
নিজেরা কবিতার অপমৃত্যু চায়!