কুৎসিত হাসির উল্লাসে ফেটে পড়ে লুটেরা।
নির্বাক, নিশ্চুপ; তুমি, আমি, সব্বাই আমরা!
ধোঁকাবাজি রাজনীতি এখানে নিপুনভাবে চলে;
মিথ্যে দেশ প্রেমের সুক্ষ অভিনয়ে নেতারা কথা বলে!
চোখের সামনে এ দেশ লুট হয়ে যায়।
নির্লিপ্ত হয়ে মেনে নাও তুমি শত অন্যায়।
অন্ধ-বধির হয়ে যায় প্রতিরোধ প্রতিবাদ।
নির্লজ্জ নেতারা; তবু বলে দেশ জিন্দাবাদ।