গ্রীষ্ম,
কেন তোর তপ্ত রোদে জ্বলে পুড়ে শেষ করে দিলি!
বল কি সুখে তুই আমায় এত পোড়ালি!
বর্ষা,
তুই আমায় এত কাদালী!
আমায় নিয়ে তুই বড্ড খেয়ালী!
শরৎ,
আমার রঙ্গীন স্বপ্নগুলি বিবর্ণ করে দিলি!
তোর নীলাকাশের সাদা মেঘের ভেলায়, আমার স্বপ্ন নিয়ে কোথায় ভেসে চললি!
হেমন্ত,
তোর সবুজের সমারহে মন জুড়ালি!
আমার চোখে প্রথম তুই স্বপ্ন একে দিলি!
শীত,
আমার প্রথম দেখা সবুজ স্বপ্নগুলো কেন কুয়াশাছন্ন করে দিলি!
ভোরের শিশিরের মত তুই আমায় মাটিতে ফেললি!
বসন্ত,
তুই পাতা ঝড়িয়ে কেন আবার ফুল ফোটালি!
আমার একাকী বিসন্ন বিকেলে কেন বিরহী কোকিল ডাকালি!


গ্রীবশহেশীব প্রেম বিরহ
/সরকার পল্লব