এই যে বিসন্ন সকাল, মান-অভিমান
কখনো কি আমাদের দূরে ঠেলে দিয়েছে!
এই যে দ্বিধা-দ্বন্দ্ব অবসন্ন মন
ফাগুনের কোকিল ডাকা উদাস দুপুর।
সন্ধ্যায়  ভিজে যাওয়া চোখ, দীর্ঘশ্বাস।
কখনো কি আলাদা করেছে।


এই যে না বলা অস্পষ্ট কথা, বুকে ব্যথা
হঠাৎ এক কাপ চা।
মন ভাল করে দেওয়া খুনসুটি।
কখনো কি অচেনা লেগেছে।


এই যে তোমার আমার ভালবেসে
দুটো লাল গোলাপ!
এলোমেলো বিশ্ব সংসারের আয়োজন।
আমাদের একসাথে প্রার্থনা।
নিয়তির কাছে নিভৃতে আত্মসমর্পণ!