আবৃত্তিতে প্রাইজ জিতে
ফিরল গদাই ঘরে
             দাদুর কাছে গিয়ে তখন
জড়িয়ে তাকে ধরে...
             বলল গদাই, "দেখো দাদু
প্রাইজ নিলাম জিতে
              পেয়েছো কি এমন প্রাইজ
তুমি আবৃত্তিতে?"


           দাদু বলেন, "বলব কি আর
সেই দুঃখের কথা
           বলতে গেলে চোখ ভেসে যায়,
বুকে জাগে ব্যথা।
           বয়স তখন বছর সাতেক,
দিব্যি সেজেগুজে
           কবিতা পাঠ করতে আমি
যেই উঠেছি স্টেজে....
            সামনে দেখি বসে আছে
দর্শক-শ্রোতা কত
            এই না দেখে আমি তখন
বেবাক থতমত
            ঘাবড়ে গিয়ে আবৃত্তি ঠিক
যেই করেছি  শুরু
            ' কবিগুরু' বলতে গিয়ে
বললাম 'রবিগুরু'
             রবীন্দ্রনাথ হলো কিনা
'কবীন্দ্রনাথ' শেষে
               'রবিগুরু কবীন্দ্রনাথ'
শুনে সবাই হাসে।
               কিছু একটা ভুল বলছি,
বুঝতে পেরে থেমে
              মঞ্চ থেকে তাড়াতাড়ি
এলাম আমি নেমে
             সেদিন থেকে  কোনোদিনও  
উঠিনি আর স্টেজে
             কি লজ্জা! কি লজ্জা!
যা তা ব্যাপার কি যে।"


           কাণ্ড শুনে গদাই এবার
হেসেই গড়াগড়ি
           দাদু বলেন, "হাসিস না ভাই
লাজেই আমি মরি!"