আমায় মাগো তুমি কেবল বলো
       বই-এ যেন মুখটা থাকি গুঁজে
                     আমার তো মা মন বসে না তাতে
       বদ্ধ ঘরে জানলা বেড়াই খুঁজে।
                         বারে বারে এই কথাটা শুনি
        "রনি টমি আরো কত ছেলে
                       বইয়ের মাঝে ডুবে থাকে ওরা
         তার পরিচয় ফলে ওদের মেলে।"
                       তুমি তো মা বলো না এ কথা-
         লাটাই হাতে বাবিন কেমন ঘোরে
                      ঘুড়িটাতে সুতো কেমন বেঁধে
          নিরুদ্দেশে যায় কিভাবে উড়ে;  
                         আমি দেখি দু নয়নে ভরে
          পাখিগুলি দেয় সুদূরে পাড়ি
                        গরুগুলি ধাইছে মাঠের দিকে
           বাছুরগুলি চলছে পিছু তারি,
                        মেঘেরা সব বাঁধন হারা হয়ে
          এধার-ওধার বেড়ায় কেমন ভেসে
                         ছুটে নদী আপন খেয়াল মত
           সাগর বন্ধুর সাথে গিয়ে মেশে।
                     ওদের মা তো দেয়না ওদের বাধা
          তাই যে ওরা এমন বাঁধন হারা
                       তুমিও মা আমায় ওদের মতো
          দাওনা করে অমন লক্ষ্মীছাড়া।