গভীর রাতে চোর ঢুকেছে
বোস বাবুদের বাড়ি
             চোর করেছে চুরি কিছু
সোনা টাকা-কড়ি
             চুরি করে ফেরার সময়
পিছলে গিয়ে পড়ে
             পড়লো কিছু জিনিসপত্র
শব্দ হলো জোরে।
            সেই আওয়াজেই বাড়ির সবাই
উঠলো তখন জেগে
            দেখে কিনা চোর বাহাদুর
যাচ্ছে সটান ভেগে।
             চোর দেখেই তো আঁতকে ওঠে
বাড়ির মহিলারা
             কেউবা খুবি ভয় পেয়েছে,
কেউবা বাক্যহারা।


             এই বাড়িরই চাকর ভোলা
দাঁড়িয়ে তখন দোরে
              বিধুবাবু বলেন, "ভোলা,
ধরনারে চোর ওরে।"
              ঠাঁই দাঁড়িয়ে ভোলা তখন,
চোরও গেলো চলে,
              গিন্নি বলেন, "ভোলারে তুই
বড্ড বেয়াক্কেলে।
            সামনে দিয়ে চোর পালালো
তুইও দিলি যেতে
              চোরকে ধরার সাধ্য কি তোর
হলো না হিম্মতে?
              বোকা হয়েই সারা জীবন
থাকবি এমন ভাবে?
               হায় ভগবান! ভোলার যে আর
বুদ্ধি কবে হবে!"


               ভোলা বলে, "আমায় কেন
শুধু বকাবকি?
              'চোর পালালে বুদ্ধি বাড়ে'
তাও জানা নেই নাকি?"