গ্রীষ্ম গেল বর্ষা গেল শরৎ গেল রঙ্গে
হেমন্ত তাই দেখা দিল এবার এসে বঙ্গে
এই যে শীত এই যে গরম
মনে জাগায় পুলক পরম  
হাত ধরেছে দুইটি ঋতু যেন একই সঙ্গে।


কুয়াসাতে এই বেলাতে আবছা করা ভোরে
মাটির উপর ঘাসের উপর শিশির কেমন ঝরে  
এবারেতে ঘুম টুটেছে
গাঁদার কলি ওই ফুটেছে
রং-বেরঙের পাখা মেলে ফড়িং কেমন ওড়ে।


খেঁজুর গাছে শিউলি এসে বেঁধে গেছে হাঁড়ি
সুযোগ বুঝে কাঠবেড়ালি স্বাদ নিয়ে যায় তারি
আবার কিছু দুষ্টু ছেলে
রাতের বেলায় সময় পেলে
রসের কলস শূণ্য করে ফেরে যে যার বাড়ি।


সবুজ সবুজ ধান খেতে আজ কে ঢেলেছে সোনা
মন হরণ সোনার বরণ স্বপ্নের-ই জাল বোনা
নতুন ধানে উৎসবেতে
পিঠে, পুলি পাতে পাতে
আনন্দের ঢেউ উঠল আজি, যায় কি রে তা গোনা!