কুমোরপাড়ায় ঠাকুর গড়ে দেখতে যাবি ভাই?
আয় না তোরা তাড়াতাড়ি, কুমোরপাড়ায় যাই
খড় মাটিতে কেমন করে
কুমোর ভায়া ঠাকুর গড়ে
ইচ্ছে আমার ছুট্টে গিয়ে দেখে আসি তাই
কুমোরপাড়ায় ঠাকুর গড়ে চল না দেখি  ভাই।


পড়তে গিয়ে ফেরার পথে দেখতে পেলাম কাল
দুগ্গা ঠাকুর গড়ছে কুমোর মুখখানি গোলগাল
কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে
সরস্বতী তারি কাছে
লক্ষ্ণী গণেশ পাশাপাশি নিয়েছে ঠিক ঠাঁই
কুমোরপাড়ায় গড়ছে ঠাকুর চল না দেখি ভাই।


মাটির উপর রঙ দিয়েছে, চোখ এঁকেছে আজ?
পরালো কি কাপড়-চোপর রঙ-বেরঙের সাজ?
পুতুল পুতুল মূর্তিগুলো
কোন জাদুতে জ্যান্ত হলো
দেখবি যদি আয় না তোরা, সঙ্গে আমার আয়
কুমোর কেমন গড়ছে ঠাকুর চল না দেখি ভাই।  


পড়াশোনায় আমার এখন বসছে না ভাই মন
ঢাকের আওয়াজ শুনতে  যেন পাচ্ছি সারাক্ষণ
আসবে কখন মন্ডপে মা
পরবো আবার নতুন জামা
কাশের বনে শিউলি ফুলে গন্ধ পুজোর পাই
কুমোর ভায়া গড়ছে ঠাকুর চল না দেখি ভাই।


থাক না পড়ে বই-পত্তর কয়েকটা এই দিন
হবো রে ভাই বাঁধন হারা তাক ধিনা ধিন ধিন
চল না তোরা কুমোরপাড়া
শেষ হলো কি ঠাকুর গড়া
মন যে আমার মানছে না আর, বলছি আমি তাই
কুমোরপাড়ায় গড়ছে ঠাকুর চল না দেখি ভাই।