(১)


সৈকতেই হাঁটছিলাম।


ভাবলেশহীন।


সমুদ্র আমাকে টানছিল।


হয়তোবা টানে নি।


শুধু অনুভবে ছিল টান।


সৈকত ছেড়ে নেমে গেলাম আমি।


এক হাঁটু জল।


অতঃপর


মহাসমুদ্রের মহা গ্রাস;


ডুবে গেলাম মহা সমুদ্রে।


অথচ বলে রাখলাম...


আমি ডুব দিলাম;


গভীর ডুব।।


(২)


গাছের ডালে একটা পাখি।


গায়ে ছোপ ছোপ লাল


রঙ নাকি রক্তের ছোপ?


ঠিক বোঝা যাচ্ছে ন।


পাখির নাম দিয়েছি ... রঙ রঙ পাখি।