আমি শান্ত আমি নিরব কখনো সাধাসিধে,
করি উল্লাস হাজারো কষ্টের ভিড়ে।
সুখের সীমানা কতদূর মেলেনি দেখা তার,
কত কষ্টে সুখ মিলে দেখেছি মাঝে সবার।
আলোক রশ্নি যেমন মেঘের ভেলায় হয়ে বিচ্ছুরিত,
দেখা দেয় রঙধনু করে পৃথীবিকে সৌন্দর্য মুখরিত।
হাজারো যন্ত্রনা তুচ্ছ সুখের ভিড়ে মিশে যায় যেমনি,
হারিয়ে যাওয়া মানুষের ভিড়ে হারিয়ে যাব তেমনি।,