হয়তো কোন এক সকালে
মাঝ নদীর এক নৌকাতে,
হারিয়ে যাব সেই ভোরে
নিয়ে সঙ্গী করে তোমারে।


হারিয়ে যাওটা ভূল করে
নিজেরে নিয়ে যাব সুদূরে,
যেখানে হারালে পাবে না কেউ
খাঁ খাঁ মরুভূমির এক প্রান্তরে।


চারিদিকে বালির ঐ সমুদ্রে
হারাবো না নিশ্চই ভুল করে,
সমাজের কাছ থেকে অনেক দূরে
জীবন সাঁজাবো ভিন্নতা দিয়ে।