পূর্বের জেগে উঠা রক্তিম প্রভাতে,
সূর্যের আলোয়ানে জন্ম বাঙালির
শেখ মুজিব, শেখ  মুজিব।


মুজিব তুমি বাঙ্গালীর স্বপ্ন,
বাংলা মায়ের আশা।
বাংলার বুকে জন্ম তোমায়,
বাংলা হয়েছে অনন্য।


ইতিহাসের পাতায় তোমারী জন্য,
বাংলা হয়েছে স্বর্ন।
বাংলার গর্ভ বাংলার শ্লোগান,
সব কিছুতেই তোমারী আহবান।


কৃষক শ্রমিক তাতী জেলে সকলেই,
তোমারী আপন প্রান,
সবায়'কে তুমি দিয়ে ছিলে,
আপন ভায়ের সম্মান।


তোমার ডাকে সাড়া দিয়ে,
ছুটে এসেছিল বাংলার দামাল সন্তানেরা,
দেশকে রক্ষার্থে তারা দিয়ে ছিলো বাহুবল।
হাতের মুঠোয় নিয়েছিলো,
তারা তাদের আপন প্রান।
দেশ'কে শত্রু মুক্ত করেছিলো তারা,
ফিরিয়ে এনেছিলো মা-বোনের অপমান।


দেশকে স্বাধীন করার জন্য তারা,
নিয়ে ছিলো মরন পান শপথ।
দেশের মাটি দেশের প্রকৃতি,
সব কিছু তাদের আপন খাঁটি।


এই দেশ'ই তাদের মায়ের মূখ,
স্বাধীন দেশের বুকে মাথা রেখে,
ঘুমাবার তাদের পূর্ণ আশা।


এই বাংলার মাঠ-ঘাট সবুজ প্রান্তর,
জুড়ে আছে শেখ মুজিবুর রহমান।
আগামী দিনের আলোর মশাল,
আর....!
বাংলার মাটিতে প্রভাতী সূর্য,
দেখতে দেবেনা বলে....!
ঘাতক-দালাল রাজাকারেরা,
৭৫'এর, ১৫'র আগষ্ট বাংলার মাটি থেকে;
কেড়ে নিলো শেখ মুজিব'কে।



[ সারথী, ❤️ লেখা- ১১.১১.১৯৯৮ ]