বিমুগ্ধ প্রকৃতির অন্ধকার ছায়া পথে,
তোমার প্রর্তিছবি দেখেছি।
তুমি আমার জ্যোৎস্না রাতের,
স্বপ্নে আঁকা পৃথিবী।


আমার হৃদয় মাঝে যখন,
মস্কোর ঘন্টা বাঁজে।
এই হৃদয়ের গর্ভির অন্তরালে জাগরীত হয়,
তুমি...., শুধু তুমি।


আমার হৃদয় এখন ছোট্ট ভালোবাসার তানে,
সাহারা এক বিবর্ন মরুভূমি।
নৈশব্দের আড়ালে যখন তোমাকে দেখি,
তখন আমার হৃদয় মাঝে,
জেগে ওঠে ভালোবাসার কবিতা
কন্ঠোস্থ হতে চাই হিমেলিনের বাসির শুর।
হঠাৎ থুপড়ে পড়ে পৃথিবী।
আমি আজ হারিয়েছি তোমায়
অন্ধকার ছায়া পথে আমি দেখেছিলাম,
তোমার শাড়ীর আঁচল ভাসতে।


হঠাৎ  করে....!
নীলিমার নীল অ'ফোঁটা জ্যোৎস্না, অদেখা ভূবন,
হতাশার বৃষ্টি,  কালো রাশির মেঘ, অচেনা ঝড়
বিলের শেওলায় ভাষা পদ্ম,
কোথায় যে তোমাকে লুকিয়ে রেখেছে,
আমি খুঁজেও পাইনি ...  তাকে,
আমার স্বপ্নে আঁকা পৃথিবী।



[ সারথী, ❤️ লেখা- ১২.০৯.১৯৯৯]