হৃত সুন্দরী
তোমার অজান্তেই তুমার চুড়ায় উঠেছি,
চুড়ার অন্তর গহীনে সমুদ্রের ঢেউ তাড়া করছে;
তা... অনুভবে বুঝে নিয়েছি আমি।
নিয়ন্ত্রণ সীমানা পার হয়ে এসেছে সে,
তীরের বালুকনা ভাসিয়ে নিতে চাই তারী মাঝে।


মায়াবী প্রজাপ্রতি সে...ও..!
তোমার চুড়ায় বসতে চাই;
নৃত্য পথের ঘনিষ্ঠতা খুঁজে নেবে বলে।


রসময়ী সমাজ এবং কৌতুহলী মুখোশের,
আঁড়ালে পিসাচের আনন্দ ধ্বনি।
র্ফনা তুলেছে, তমিস্নায়ু ডুবে যেতে;
সে তার নীরব আত্নঃনাথ,
ঘুচিয়ে দিতে চাই রাতের আঁধারে।


নিজের কাছে প্রশ্ন থাকে তোমার!
এখন কি করা যায়....?
নগ্নরক্ষা ম্রো নারীর কৌমার্য খুলবে।
স্যাটেলাইটের মত লোল জ্বীহবা,
মুশলাদি বিনিময় করবে।
মৌন নেশায় হারিয়েছে,
সে অভিসিক্ত করলো পাহারা দেয়াল কে;
বলে গেলো আমার তো ক্ষতি নেই।



[ সারথী, ❤️ লেখা-২১.০৯.২০০০]