মধ্য রাতের পূর্ণিমা,
মধ্য রাতের অমাবস্যা
অন্ধকার সচ্ছ আলোয়;
আমার....
চোখের কার্নিসে লেপ্টে থাকা স্বপ্ন।
ইচ্ছে জাগে তোমাকে দেখার,
খুব কাছ থেকে দেখবার;
অন্ধকার আলোতে।


তোমার স্পর্শে আসতে চাই,
আমার পিপাসিত হৃদয়;
আমার অন্তর খোঁজে তোমায়।
যেখানে আজও...!
আমার জন্য একটু হলেও,
তোমার অবুঝ আকাঙ্ক্ষা জাগে।


কি জটিল ঠিকানা তোমার;
শূন্য মরুর বুক থেকে,
ক্রমাগত পাতা ঝরে যায়।
এক দিন...!
হারিয়ে যাবে তার সমস্ত অস্থিঃত্ব;
জীবন নদীর মহনায়।


অনুভবে এসেছি আজ.....!
ধুম প্রিয় মানুষের হাটে,
এই ঠিকানায়.... ;
তোমাকে পাবোনা জানি,
তবুও স্মৃতির গন্তব্যে এলে,
তোমাকেই শুধু মনে পড়ে।


আজ...
আমার হৃদয় থেকে হারিয়ে গেছো,
তুমি...;
ধুম্রমৌন এক প্রশন্ন বিকালে,
আছে শুধু তোমারী স্মৃতি সম্ভর;
এই স্মৃতির মাঝে কাঁটাতে চাই,
বাকিটা আগামীর স্বপ্ন প্রহর;
যা.... কি... না... আমাদেরই,
ডুবন্ত অমাবস্যা মধ্যরাত।



[ সারথী, ❤️ লেখা- ৩০.১১.১৯৯৯ ]