তোমাকে হারাবার পর,
সে প্রান আমার।
মনে হয় যেন সাহসের কথা শুনিয়ে যায়;
আকাশের সীমানা পার হয় বার বার।


কিন্তু....,
মনের ওপারে তার অমিয় জীবন;
সে জীবন অমর বিস্ময়।

আজ...
আমার সিংহাসন রক্তে ভেসে যায়;
যেন কর্ণ পর্দায় কড়া নেড়ে ওঠে,
অন্ধকারে পিশাচের আনন্দ ধ্বনি!
গোক্ষুর র্ফনা তুলে আছে,
এখন কি করা যায়?
রক্তপ্লুত এ-করাত;
এক'বার সামনে,
এক'বার পিছনে,
এ ভাবে কেঁটে যাচ্ছে আমার হৃদয় নিজ ভঙ্গিতে।


আজ তার আত্ননার্থ দান করে,
রাতের আকাশ, বাতাসে প্রলয়;
আঁধারের অগোছালো আলো নিভে,
আকাশের বুক চিরে সেই কান্নার ধ্বনি।


সেই শব্দ তুমি চিনো;
আজ নিশ্চিত অপূর্ণ।
মানুষ'ই করে মানুষ'কে ব্যবহার;
ক্ষুদ্র জীবন করে জীবন'কে উপহাস,
জীবন ও জীবনের পরিসর....,
নিরন্তর এ... এক জীবনের'ই খেলা।



[ সারথী, ❤️ লেখা- ১৪.০৪.২০০০]